Wellcome to National Portal
বাংলাদেশ তাঁত বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মে ২০২৪

পর্ষদের গঠন

বাংলাদেশ তাঁত বোর্ড আইন, ২০১৩ এর ধারা ৫ অনুযায়ী নিম্নোলিখিত সার্বক্ষণিক ও খন্ডকালীন সদস্যগণের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়ঃ

 

সার্বক্ষণিক সদস্য

১। চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড ;

২। সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন), বাংলাদেশ তাঁত বোর্ড ;

৩। সদস্য (অর্থ), বাংলাদেশ তাঁত বোর্ড ;

৪। সদস্য (ওএন্ডএম), বাংলাদেশ তাঁত বোর্ড ;

৫। সদস্য (সমিতি ও বাজারজাতকরণ), বাংলাদেশ তাঁত বোর্ড ;

 

খন্ডকালীন সদস্য

৬। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ;

৭। বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কর্মকর্তা, যুগ্ম-সচিব (বস্ত্র-২) ;

৮। অর্থ বিভাগ কর্তৃক মনোনীত কর্মকর্তা, যুগ্ম-সচিব (ব্যয়নিয়ন্ত্রণ) ;

৯। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত কর্মকর্তা, যুগ্ম-সচিব (ড্রাঃ) ;

১০। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বস্ত্র দপ্তরের পরিচালক ;

১১। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন কর্তৃক মনোনীত কর্মকর্তা পরিচালক (বাণিজ্য) ;

১২। বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের সভাপতি ;

১৩। জাতীয় তাঁতী সমিতির সভাপতি ;

১৪-১৫। সরকার কর্তৃক, তাঁতীদের মধ্য হইতে মনোনীত ২(দুই) জন তাঁতী ;

 

সদস্য-সচিব

১৬। পরিচালক (প্রশাসন), বাংলাদেশ তাঁত বোর্ড।